সড়ক দুর্ঘটনায় ৫ জেলায় নিহত ১০
দেশের ৫ জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত হয়েছেন।
সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় গতকাল রোববার রাতে ২ জন ও আজ সোমবার ১ জন নিহত হয়েছেন।
এছাড়া, পিরোজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনায় ৩ কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর-পশ্চিমপাড়া ও রামচন্দ্রপুর এলাকায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চোহদ্দীটোলার জাহিদ (১৯), সদর উপজেলার ইসলামপুর-কাজীপাড়ার ওমর ফারুক (১৭) ও একই উপজেলার হায়াতপুর গ্রামের আফিয়া (৪)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, দুপুর সোয়া ১২টার দিকে জাহিদ ও ওমর ফারুক মোটরসাইকেলে করে শহর থেকে শাহজাহানপুর যাচ্ছিলেন।
এ সময় শাহজাহানপুর পশ্চিম পাড়ায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে রামচন্দ্রপুর এলাকায় পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশার যাত্রী শিশু আফিয়া পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়।
সাতক্ষীরা
সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুর গ্রামের মাহমুদ আলী (২৫), কলারোয়া উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা আবদুল বারী (৫০) ও তার ছেলে রেজাউন হোসেন (২৫)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আনাম খান ডেইলি স্টারকে জানান, গতকাল রোববার রাত ৯টার দিকে শহরের বাইপাস সড়কের কামালনগর মোড়ে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হন।
একই দুর্ঘটনায় আহত মাহমুদ আলীকে আজ সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
এ দুর্ঘটনায় আহত আরও ২ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর ১টার দিকে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামের বাসিন্দা ইমন হোসেন (১৭) ও আজিম হোসেন (১৮)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, নিহত ইমন ও আজিম মোটরসাইকেলে কালীগঞ্জ শহর থেকে নলডাঙ্গা যাওয়ার পথে গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আজিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী
ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের কাশিপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীব রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আফতাব হোসেন (১৬) উপজেলার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া গ্রামের বাসিন্দা। সে ছাগলনাইয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, স্কুলশিক্ষার্থী আফতাব হোসেন বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। কাশিপুর রাস্তার মাথায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে আফতাব গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার রাতে উপজেলার জোকারচরে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ বদিউজ্জামান (৩০) কুড়িগ্রামের রাজারহাটের বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পিরোজপুর
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে পিরোজপুর-রাজাপুর-ঝালকাঠি সড়কের বাগড়ী এলাকায় ইউসা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন-পিরোজপুর জেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন পরিতোষ চন্দ্র মিত্র, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভংকর দত্ত, ভেটরেনারি সার্জন সিদ্ধার্থ শংকর এবং গাড়িচালক হাসান শেখ।
তাদের মধ্যে গাড়িচালককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের একটি অনুষ্ঠানে তারা পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যাচ্ছিলেন।
পিরোজপুর জেলা প্রাণিসম্পদ অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. জাহিদুল ইসলাম ডেইলি স্টারকে জানান, নেছারাবাদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পিরোজপুর থেকে রাজাপুরের ওপর দিয়ে ৩ কর্মকর্তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন চালক হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টার দিকে ইউসা ফিলিং স্টেশনের কাছে পৌঁছানোর পর গাড়ির একটি চাকা ফেঁটে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গাড়িটি খাদে নামিয়ে দেয় চালক।
Comments