যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীসহ নিহত ২

স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নারী ও মোটরসাইকেল আরোহী এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন প্রবাসী রাজু হোসেন (২৬) ও সাহিরোন্নেসা (৭০)। আজ মঙ্গলবার দুপুরে বাঁকড়া মুকুন্দপুর নতুন বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু হোসেন ঝিকরগাছা উপজেলার বড় খলসি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। দুই মাস আগে মালয়েশিয়া থেকে ফিরে এসে তিনি বিয়ে করেছিলেন। নিহত সাহিরোন্নেছা বাঁকড়া মুকুন্দপুর গ্রামের মৃত বাবুর আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজু ও তার বন্ধু হোসেন মোটরসাইকেলে বাঁকড়া বাজারে যাচ্ছিলেন। উচ্চ গতিতে থাকা অবস্থায় রাজু মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সাহিরোন্নেছাকে ধাক্কা মারেন। এতে ঘটনাস্থলেই প্রৌঢ়া মারা যান। গুরুতর আহত রাজু হাসপাতালের পথে মারা যান।

ঝিকরগাছা থানার (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Gulf Food Fair begins in Dubai

41 Bangladeshi companies participate among 5,500 exhibitors from over 129 countries

16m ago