শিবচরে ৩ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪, আহত ২

মোটরসাইকেল উদ্ধার করা হয়েচ্ছে। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। 

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাবুখার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান (বিপিএম) দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের রমজান সরদার (২১), অলি খান (২২), শিবচরের মুন্সিকান্দি এলাকার মিঠু তালুকদার (২৫) ও হৃদয় ঢালী।

স্থানীয়দের বরাতে পুলিশ সুপার জানান, সেতুর উপর প্রথমে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন আরোহীরা সড়কে ছিটকে পড়েন। 

এ সময় সেখানে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ দ্য ডেইলি স্টারকে জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago