রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ১

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের বি-১ পোস্টের পাশ থেকে ১১০০ কেজির বেশি কপার ক্যাবলসহ একজনকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন ।
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের বি-১ পোস্টের পাশ থেকে ১১০০ কেজির বেশি কপার ক্যাবলসহ একজনকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন ।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রামপাল ক্যাম্পের আনসার ব্যাটালিয়ন তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার ভেতরে পশুর নদীর পাড়ে অভিযান চালিয়ে মো. রবিউল ইসলামকে (৩৫) আটক করে।

উদ্ধারকৃত কপার ক্যাবলের আনুমানিক দাম ১৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, উদ্ধারকৃত মালামালসহ আটককৃতকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং রামপাল থানায় মামলা প্রক্রিয়াধীন।

গত এক বছরে অভিযানে ৪৮ চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir led the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago