যুবককে মারধর, পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পাবনা
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার চাটমোহরে এক যুবককে লোহার রড দিয়ে মারধর করার অভিযোগে সিরাজুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর পাশাপাশি তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার কাছ থেকে জানা যায়, গতকাল শনিবার এ মারধরের ঘটনা ঘটে। আহত যুবক মকবুল হোসেন প্রামাণিক (৩৫) উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত কনস্টেবল চাটমোহর থানায় কর্মরত ছিলেন। তিনি চাটমোহর পৌরসভা এলাকায় মকবুলের ভাই সাবেদ প্রামাণিকের বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাড়িতে নির্মাণকাজ চলছিল। সে কাজ তদারকি করছিলেন মকবুল।

শনিবার নির্মাণসামগ্রী নেওয়ার জন্য বাড়ির গেটের সামনে রাখা কনস্টেবল সিরাজুলের মোটরসাইকেল সারাতে বলেন মকবুল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন সিরাজুল। এতে মকবুল মাটিতে লুটিয়ে পড়ার পরও বেধড়ক পেটাতে থাকেন তিনি। পরে গুরুতর আহত মকবুলকে চাটমোহর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, 'এ ব্যাপারে বিভাগীয় তদন্ত চলমান আছে।'

Comments

The Daily Star  | English

Iran's President Raisi, foreign minister die in helicopter crash

Iran's Mehr news agency said Iranian President Ebrahim Raisi died along with his foreign minister when his helicopter crashed

1h ago