ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলে বাধা, ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ

Madaripur
স্টার অনলাইন গ্রাফিক্স

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ওই উপজেলার ইউএনও ও ওসিকে প্রত্যাহারের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানের সই করা এক আদেশে এ তথ্য জানা গেছে।

গত ১৭ মে বিকেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নেয়ামুল আকন কালকিনি উপজেলা নির্বাচন অফিসে ওই ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে গেলে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহাবুব আলমের কর্মী সমর্থকরা এতে বাধা দিয়েছিল।

আজকের আদেশে বলা হয়, ওই দিন এনায়েতনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে আগ্রহী এক প্রার্থীকে বাধা দেওয়া হয় এবং রিটার্নিং অফিসারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল স্থগিত করেন।

একইসঙ্গে কমিশন বিষয়টি মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।

প্রতিবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা পর্যালোচনা করে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ অনুযায়ী কালকিনির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেনকে প্রত্যাহার করে সেখানে নতুন কর্মকর্তা পদায়নের জন্য নির্দেশনা দিয়েছে।

এছাড়া, কালকিনি উপজেলার ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ব্যর্থ ও সরকারি দায়িত্বে অবহেলার দায়ে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাককে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আদেশে ওই ইউপি নির্বাচনের নির্ধারিত তারিখ ১৫ জুন ঠিক রেখে মনোনয়নপত্র জমা-বাছাই-প্রত্যাহারের নতুন তারিখ ঘোষণা করা হয়।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৩ মে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২৪ মে বাছাই, আপিলের তারিখ ২৫-২৭ মে, আপিল নিষ্পত্তির তারিখ ২৮ মে, প্রার্থীতা প্রত্যাহার ২৯ মে, প্রতীক বরাদ্দ ৩০ মে।

ঘোষণায় বলা হয়, যারা আগে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের নতুন করে আর মনোনয়নপত্র দাখিলের প্রয়োজন নেই।

ওই ঘোষণায় আরও বলা হয়, মনোনয়নপত্র দাখিলে বাধা দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টিসহ অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুব আলমের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শাতে হবে বলেও কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

Comments

The Daily Star  | English

'State intelligence agency' is attempting to form political party, Rizvi alleges

Doubts are growing as to whether there are subtle efforts within the government to weaken and break the BNP, he also said

2h ago