নিত্যপণ্যের উচ্চমূল্যের দিনগুলো কীভাবে পার করছে দরিদ্র পরিবারগুলো
গত প্রায় এক বছর ধরে দেশে মূল্যস্ফীতির হার বেশি। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে বাড়তে বাড়তে আগস্টে ভোক্তা মূল্যসূচক ৯ দশমিক ৫২ শতাংশে দাড়ায়, যা ছিল ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।
আগস্টের পর খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের দাম পরবর্তী মাসগুলোতে কমতে থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে বেড়ে যায়। ভোক্তা মূল্যসূচক বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৭৮ শতাংশে।
এমন পরিস্থিতিতে দরিদ্র বা অতি স্বল্পআয়ের পরিবারগুলোর জীবিকার ওপর কী প্রভাব পড়ছে, তা নিয়ে সমীক্ষা করেছে বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনোমিক মডেলিং (সানেম)।
সানেমের সমীক্ষা থেকে পাওয়া ফলাফল ও সুপারিশ নিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হানের সঙ্গে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের বিজনেস এডিটর সোহেল পারভেজ।
Comments