পরের ম্যাচে এলিটার গোল করার প্রত্যাশায় বাংলাদেশ কোচ

ছবি: শেখ নাসির

বাংলাদেশের জার্সিতে অভিষেক স্মরণীয় করে রাখার সুবর্ণ সুযোগ পান এলিটা কিংসলে। কিন্তু সিশেলসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নামা এই স্ট্রাইকার পারেননি উপলক্ষ রাঙাতে। তবে এতে হতাশ নন লাল-সবুজ জার্সিধারীদের কোচ হাভিয়ের কাবরেরা। পরের ম্যাচে এলিটার কাছ থেকে গোল প্রত্যাশা করছেন তিনি।

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অবসান হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে এলিটার অভিষেকের লম্বা অপেক্ষার। নাইজেরিয়ায় জন্ম নেওয়া ৩৩ বছর বয়সী এই ফুটবলার সিশেলসের বিপক্ষে প্রীতি ম্যাচের বিরতির পর মাঠে ঢোকেন। তার অভিষেকের দিনে তারিক কাজীর প্রথমার্ধের লক্ষ্যভেদে ১-০ গোলে জেতে স্বাগতিকরা। আফ্রিকা মহাদেশের কোনো দলের বিপক্ষে পাঁচ ম্যাচে এটাই বাংলাদেশের প্রথম জয়।

ম্যাচের ৬১তম মিনিটে আরেক বদলি মতিন মিয়ার পাসে সিশেলসের গোলরক্ষক অ্যালভিন রডি মিকেলকে একা পেয়ে গিয়েছিলেন এলিটা। কিন্তু তার বাঁ পায়ের জোরালো শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ৮৮তম মিনিটে আরও একবার গোলের সম্ভাবনা জাগান তিনি। ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া শট বামদিকে ঝাঁপিয়ে ঠেকান মিকেল।

ছবি: বাফুফে

জয়ের পর সংবাদ সম্মেলনে কাবরেরা পরবর্তী ম্যাচে গোল চান এলিটার কাছে, 'আমি এলিটাকে নিয়ে খুশি। সে কঠোর পরিশ্রম করছে। সবাই কঠোর পরিশ্রম করছে। যেভাবে আমরা খেলেছি, আমাদের স্ট্রাইকারদের গোল করা দরকার ছিল। উন্নতি করার অনেক কিছুই রয়েছে, যেহেতু আজ সে গোল করার নিশ্চিত সুযোগ পেয়েছিল। পরশু দিনের পরের দিন হয়তো সে গোল করতে পারে। সেজন্য তাকে আমাদের সমর্থন যোগাতে হবে।'

গত সেপ্টেম্বরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সিশেলসের বিপক্ষে জয়ে ফেরাটা তাই কোচের কাছে গুরুত্বপূর্ণ, 'এটা একটা কঠিন ম্যাচ ছিল। তবে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং এই লক্ষ্যই গতকাল আমরা নির্ধারণ করেছিলাম। আজ এই দলের একটি জয়ের দরকার ছিল। আমাদের নিজেদেরকে প্রমাণের দরকার ছিল এবং সেটা আমরা করেছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

প্রায় এক বছরের ব্যবধানে দেশের মাটিতে খেলতে নামা শিষ্যদের প্রশংসা করেন তিনি, 'আমাদের শুরুটা ছিল ধীরগতির। প্রত্যাশা অনুসারে, প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শারীরিক শক্তি নির্ভর ছিল। তবে যখন আমরা ছন্দ খুঁজে পাই, তারা ম্যাচে ফেরার জন্য ভালো সুযোগ তৈরি করতে পারেনি। আমাদের এই জয় নিয়ে গর্ব করা উচিত।'

দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স নিয়ে অবশ্য সন্তুষ্ট নন স্প্যানিশ কোচ কাবরেরা, 'আমি বলব যে প্রথমার্ধে ২৫-৩০ মিনিট আমরা ভালো ফুটবল খেলেছি, কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিট বাদে বাকি ২৫-৩০ মিনিট আমাদের সংগ্রাম করতে হয়েছে। তারা "ম্যান টু ম্যান" কায়দায় রক্ষণ সামলেছে যা আমাদের নিজেদের ঢঙে খেলার কাজটা কঠিন করে তুলেছিল। তারা আমাদের প্রত্যেক মিডফিল্ডারকে তাড়া করে বাধ্য করেছে ভেতরের দিকে থাকতে।'

একই ভেন্যুতে দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ও প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও সিশেলস।

Comments

The Daily Star  | English

For the poor, inflation means a daily struggle

As inflation greets Bangladeshis at breakfast time, even the humble paratha becomes a symbol of struggle. Once hearty and filling, it now arrives thinner and lighter -- a daily reminder of the unending calculations between hunger and affordability.

7h ago