দুই দিন পূর্বপুরুষের বাড়িতে কাটাবেন হামজা

শেষ পর্যন্ত বাংলাদেশের জার্সি গাঁয়ে মাঠে নামার খুব কাছাকাছি শেফিল্ড ইউনাইটেডে ধারে থাকা লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে অভিষেকের আগে বাংলাদেশে এসে প্রথম দুই দিন কাটাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলায় তার পূর্বপুরুষের বাড়িতে।

সব ঠিক থাকলে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে আগামী ২৫ মার্চ শিলংয়ে অনুষ্ঠিতব্য ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে হামজার। সে উদ্দেশ্যে ২৭ বছর বয়সী এই ফুটবলার সোমবার (১৭ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটে ম্যানচেস্টার থেকে বিমানের ফ্লাইটে সিলেট পৌঁছাবেন।

এই সফরে হামজার সঙ্গে থাকবেন তার মা, স্ত্রী এবং তিন সন্তানসহ পরিবারের নয়জন সদস্য। তাকে স্বাগত জানাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চার থেকে পাঁচজন নির্বাহী কমিটির সদস্য। সেখান থেকে হামজার জন্য নির্ধারিত গাড়িতে করে হবিগঞ্জে তার পূর্বপুরুষের বাড়িতে যাবেন তারা।

এ প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, 'হামজা ১৭ তারিখ রাতে এবং ১৮ তারিখের পুরো দিনটি তার পূর্বপুরুষের বাড়িতে কাটাবেন, যা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়।'

১৮ তারিখ রাতে বা ১৯ তারিখ সকালে ঢাকায় এসে দলের ক্যাম্পে যোগ দেবেন হামজা। এরপর দলীয় ফটোশুট ও সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার। দলের ভারত সফরের আগে রাতের অনুশীলন বা জিম সেশন হবে কিনা, তা কোচের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

ফাহাদ করিম আরও জানান, হামজার সিলেট আগমন ও অবস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। বাফুফের নির্বাহী সদস্যরা আগেভাগে সিলেটে গিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ, পুলিশ এবং প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

38m ago