যুক্তরাষ্ট্রে আরও একটি ব্যাংক বন্ধ

যুক্তরাষ্ট্রে আরও একটি ব্যাংক বন্ধ
ছবি: সংগৃহীত

আসন্ন সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে আরও একটি ব্যাংক বন্ধ করেছে নিউইয়র্ক স্টেট। 

গতকাল রোববার নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ করে দিয়েছে নিউইয়র্ক স্টেটের নিয়ন্ত্রক সংস্থা। 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ব্যাংক বন্ধের ঘটনার দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম নজির।

রয়টার্স জানিয়েছে, ক্রিপ্টোবান্ধব ব্যাংক সিলভারগেট ক্যাপিটাল করপোরেশন এবং সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধের পর নতুন করে সিগনেচার ব্যাংক বন্ধের ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা।

সিলিকন ভ্যালি ব্যাংক গ্রাহকদের জন্য 'সিস্টেমিক রিস্ক এক্সেপশন'-এর অধীনে স্বাক্ষরিত বিমাকৃত এবং অবিমাকৃত উভয় ধরনের গ্রাহকই আজ সোমবার তাদের সমস্ত আমানত ফেরত নিতে পারবেন বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

 

Comments

The Daily Star  | English

‘We don’t have Aladdin’s lamp to suddenly lower commodity prices’

Commerce adviser says after meeting with Turkish trade minister

1h ago