চবির নতুন প্রক্টর নুরুল আজিম

নুরুল আজিম
মোহাম্মদ নুরুল আজিম শিকদার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ নতুন প্রক্টর এবং দুই জন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার বিষয়টি দ্য ডেইলি স্টারকে আজ রোববার নিশ্চিত করেছেন।

নবনিযুক্ত প্রক্টর হলেন সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার। এছাড়াও সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সৌরভ সাহা জয় ও রোকন উদ্দিন।

ড. শিরিণ আখতার বলেন, বেশ কিছু দিন ধরে নতুন প্রক্টর নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। আজকে ড. মো. নুরুল আজিম সিকদারকে নতুন প্রক্টর হিসেবে পদায়ন করা হয়েছে। আরও দুইজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।  পর্যায়ক্রমে আরও সহকারী প্রক্টর ও অন্যান্য শূন্য পদে শিক্ষকদের পদায়ন করা হবে।

এর আগে আজ দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদ থেকে প্রক্টরসহ ১৭ শিক্ষক পদত্যাগ করেন। 

 

Comments