চবি: প্রক্টরসহ প্রশাসনিক পদ থেকে ১৬ শিক্ষকের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন প্রশাসনিক পদ থেকে প্রক্টরসহ ১৬ শিক্ষক পদত্যাগ করেছেন।

রোববার দুপুর ১টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম নূর আহমদের কাছে এ পদত্যাগপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক পদত্যাগ করা এক শিক্ষক দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা ভিসির কার্যক্রমে কোনো শৃঙ্খলা খুঁজে পাই না। ২ জন সিন্ডিকেট সদস্য যেভাবে চাইছে, সেভাবে পরিচালিত হচ্ছে। বিভিন্ন নিয়োগে অনিয়ম হচ্ছে। তার দায়ভার আমাদের ওপর আসছে। তাই আমরা ১৬ জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক পর্ষদ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগকারীদের মধ্যে সহকারী প্রক্টর ৬ জন ও বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষক রয়েছেন।

Comments

The Daily Star  | English

Is Motijheel losing its glory as commercial hub?

Motijheel, once the pulsing heart of Dhaka’s trade and commerce, has become a shadow of its former self. Empty office floors now whisper tales of abandoned ambitions.

13h ago