কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও দুই শিক্ষার্থী।
আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকা থেকে কে এম সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আব্দুল মুকিত।
তিনি জানান, সাবাব বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। নিখোঁজ অরিত্র হাসান এবং আসিফ আহমেদও একই বিভাগের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের প্রথম বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পর সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন মিলে গতকাল কক্সবাজারে ঘুরতে এসেছিল। আজ তিন বন্ধু হিমছড়িতে সাগরে গোসল করতে নামে, তবে প্রতিকূল আবহাওয়া এবং তীব্র স্রোতের কারণে তিন জনই ভেসে যায়, বলেন তিনি।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তানহারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সাবাবের মরদেহ উদ্ধার করে, কিন্তু উত্তাল সমুদ্রের কারণে নিখোঁজ দুজনকে উদ্ধারে বেগ পেতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বলেন, 'এ খবর জানার পর আমরা দ্রুত টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করি। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
Comments