চবি শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেলে চৌধুরীহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ ইয়াছিন (৩০) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ট্রেনে ওঠেন ইয়াছিন। দুপুর ২টার দিকে শাটল ট্রেনটি চৌধুরীহাট স্টেশনে থামলে ইয়াছিন ২ বগির সংযোগস্থল দিয়ে ছাদে ওঠার চেষ্টা করেন। তবে ছাদে ওঠার আগেই ট্রেন ছেড়ে দিলে তিনি নিচে পড়ে যান এবং ট্রেনে কাটা পড়েন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুরুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুপুর ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানান তিনি।

Comments