চট্টগ্রামে বিসিবি সভাপতি

‘আয়ারল্যান্ড সিরিজে আমরা দু’একজনকে বিশ্রাম দিতে পারি’

Nazmul Hasan Papon
চট্টগ্রামে গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হাসান পাপন। ছবি: ফিরোজ আহমেদ

আরও একটি সিরিজ শেষ হওয়ার পর গণমাধ্যমের সামনে হাজির হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কথা বলেছেন দল নিয়ে, দলের পারফরমেন্স নিয়ে। এমনকি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে একটা ধারণা দিয়েছেন। যথেষ্ট বিকল্প তৈরি করতে বর্তমান দলের নিয়মিত দু'একজনকে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্রামের দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ চলাকালীন এই নিয়ে তৃতীয়বার গণমাধ্যমে কথা বললেন বোর্ড প্রধান। সোমবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে মাঠে বসে উপভোগ করেন নাজমুল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় আসেন ক্যামেরার সামনে।

ইংল্যান্ডের বিপক্ষে খেলোয়াড়দের পারফরম্যান্স ও  বিশ্বকাপের স্কোয়াড প্রসঙ্গ উঠলে বিশদ ব্যাখ্যায় যান বোর্ড প্রধান, 'এগুলো বলা এখন মুশকিল। টু আর্লি। এটাই যে বিশ্বকাপের দল হবে এটা তো (বলার সময় না)... ধরে নেন এটাই হলো। ধরেন আমার একটা খেলোয়াড় ইনজুরড হলো। সেটা ওপেনার হতে পারে, সেটা মিডল অর্ডার হতে পারে। আমার লোয়ার অর্ডার হতে পারে।'

'তার ব্যাকআপ খেলোয়াড়কে দেখতে হবে। এখন কোচ নতুন। যার খেলা দেখেনি তাকে নামিয়ে দেবে? তো যে জিনিসটা হবে সামনে আমাদের দুটো সিরিজ আছে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে। এই দুইটা সিরিজে আমরা দু'একজনকে বিশ্রাম দিতে পারি।'

ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার চারদিন পরই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামবে বাংলাদেশ। মে মাসে ইংল্যান্ডে গিয়েও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে আরেকটি ওয়ানডে সিরিজ। এরপর জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ।

এসব সিরিজে বিকল্প খেলোয়াড় বাজিয়ে দেখার আভাস দেন নাজমুল। তবে যাদের বিশ্রামে রাখা হবে তাদের বিবেচনার বাইরে ফেলারও চিন্তা নেই বোর্ডের। তিনি জানান আসছে অগাস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপের দলই হবে বিশ্বকাপের স্কোয়াড, 'বিশ্রাম দিতে নতুন একজনকে দেখার জন্য। এর মানে এই না যে সে বাদ পড়ে গেছে। বিকল্প কি আছে সেটা দেখার জন্য। এটা নিয়ে দুশ্চিন্তা না করে। এটা নিয়ে মিডিয়ারও হুলুস্তুল করার কিছু নেই। এশিয়া কাপে যে দল ঘোষণা করা হবে সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড। এটা মনে রাখতে হবে।'

Comments

The Daily Star  | English

Cyber protection ordinance: Draft fails to shake off ghosts of the past

The newly approved draft Cyber Protection Ordinance retains many of the clauses of its predecessors that drew flak from across the world for stifling freedom of expression.

7h ago