ভূমিকম্প

তুরস্কে ভবন নির্মাণকাজে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ১৮৪

আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার ও রিমান্ডে থাকা মানুষদের মাঝে আছেন ৭৯ নির্মাণ ঠিকাদার, ভবন নির্মাণের আইনি বিষয়গুলো দেখেন এমন ৭৪ জন, ১৩ জন সম্পত্তি মালিক ও ১৮ জন ব্যক্তি যারা ভবনের নকশা পরিবর্তন করেছেন। 
তুরস্কের কিরিখানে ভূমিকম্প দুর্গতদের অস্থায়ী আবাস। ছবি: রয়টার্স
তুরস্কের কিরিখানে ভূমিকম্প দুর্গতদের অস্থায়ী আবাস। ছবি: রয়টার্স

এ মাসের শুরুতে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের কারণে অসংখ্য দালান ধ্বসে পড়ে, যার জন্য দায়ী ১৮৪ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্ক।

গতকাল শনিবার তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভবন ধ্বসে পড়ার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তার করার জন্য তদন্তের পরিসর বাড়ানো হচ্ছে।

আনুষ্ঠানিক সূত্রমতে শনিবার পর্যন্ত তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১২৮। যার ফলে ২ দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

এই ভয়াবহ দুর্যোগে তুরস্কের ১ লাখ ৬০ হাজার ভবন (যার মধ্যে ৫ লাখ ২০ হাজার অ্যাপার্টমেন্ট ছিল) ধ্বসে পড়ে অথবা বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়।

বিচার বিষয়ক মন্ত্রী বেকির বজদাগ জানান, এ পর্যন্ত দালান ধ্বসে পড়ার বিষয়ে সন্দেহভাজন ৬০০ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হয়েছে। তিনি ভূমিকম্প দুর্গত দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর দিয়ারবাকিরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার ও রিমান্ডে থাকা মানুষদের মাঝে আছেন ৭৯ নির্মাণ ঠিকাদার, ভবন নির্মাণের আইনি বিষয়গুলো দেখেন এমন ৭৪ জন, ১৩ জন সম্পত্তি মালিক ও ১৮ জন ব্যক্তি যারা ভবনের নকশা পরিবর্তন করেছেন। 

তুরস্কের নাগরিকরা দুর্নিতীগ্রস্ত ভবন নির্মাণ প্রক্রিয়া ও নীতিমালার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই ভূমিকম্পে এতো হতাহতের জন্য এসব বিষয়কে দায়ী করছেন।

তুরস্কের হাতায় প্রদেশের আনতাকিয়া শহরের ধ্বসে পড়া ভবন থেকে নিজেদের জিনিসপত্র সরানোর চেষ্টা করছেন আরসিন ও তার বাবা। ছবি: রয়টার্স
তুরস্কের হাতায় প্রদেশের আনতাকিয়া শহরের ধ্বসে পড়া ভবন থেকে নিজেদের জিনিসপত্র সরানোর চেষ্টা করছেন আরসিন ও তার বাবা। ছবি: রয়টার্স

দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রতিশ্রুতি দেন, জবাবদিহি নিশ্চিত করা হবে।

স্থানীয় গণমাধ্যমের সংবাদ মতে, গাজিয়ান্তেপ প্রদেশের নুরদাগি জেলার মেয়র ও এরদোয়ানের একে পার্টির সদস্য ওককেস কাভাককেও ধ্বসে পড়া ভবনের তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের ২০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষকে তাঁবু, অস্থায়ী বাড়ি ও অন্যান্য জায়গায় আশ্রয় দেওয়া হচ্ছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্প দুর্গত এলাকায় ৩ লাখ ৩৫ হাজার তাঁবু খাটানো হয়েছে এবং ১৩০টি জায়গায় অস্থায়ী বাড়ি তৈরি করা হয়েছে। দুর্গত অঞ্চল থেকে ৫ লাখ ৩০ হাজার মানুষকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Prof Muhammad Yunus for a road map to reforms and the next general election.

3h ago