টেলিভিশনে একুশের নির্বাচিত সিনেমা নাটক

বিশেষ দিনে বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রচার হবে বেশকিছু নাটক ও সিনেমা।

আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশেষ দিনে বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রচার হবে বেশকিছু নাটক ও সিনেমা।

সেসব নাটক সিনেমা থেকে নির্বাচিত কয়েকটি নিয়ে আলোচনা থাকছে এই প্রতিবেদনে।

চ্যনেল আইতে দুপুর ২টা ৪০ মিনিটে প্রচারিত হয়েছে বাংলা চলচ্চিত্র 'ফাগুন হাওয়া'। তৌকির আহমেদ পরিচালিত সিনেমাটিতে নুশরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ  জুটির সঙ্গে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হোসেন আজাদ সেতু, আবদুর রহিম, হাসান আহমেদসহ অনেকে।

চ্যানেল আইতে রাত ৭টা ৫০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'অঙ্গীকার'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। নাটকে অভিনয় করেছেন দিলারা জামান, সাব্বির অর্নব, জান্নাতুন নুর মুন, আজম খানসহ আরও অনেকে।

একুশে ফেয়ারির বিশেষ নাটক 'ভুল সিদ্ধান্ত' বিটিভিতে প্রচার হবে রাত ৯টায়। হাসান রেজাউলের রচনায় নাটকটি  প্রযোজনা করেছেন এল রুমা আকতার। নাটকে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সুষমা সরকার, সাবেরী আলম, মনিরুজ্জামান মনি, শামীম শিশিরসহ অনেকে।

এনটিভিতে রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে মাতৃভাষা দিবসের নাটক 'গহীনের আলো'। মনি হায়দারের রচনায় নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। নাটকটিতে অভিনয় করেছেন- আবুল হায়াত, এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, শিশির আহমেদসহ আরও অনেকে।

মাছরাঙা টেলিভিশনে রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে একুশে ফেব্রয়ারির নাটক 'অক্ষর স্বাক্ষর'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। অভিনয় করেছেন আবুল হায়াত, মুসাফির সৈয়দ বাচ্চু, মায়মুনা, মিলন ভট্টাচার্য, কচি খন্দকার, শিশুশিল্পী তাজিনসহ আরও অনেকে।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

17h ago