গুলশানে আগুন

১২ তলা থেকে লাফ দিয়ে মারা যান আনোয়ার

গুলশানে আগুন
ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের চেষ্টায় গুলশানে ১২ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণ আসে। ছবি: পলাশ খান/স্টার

রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আনোয়ার (৩০) ভবনটির ১২ তলা থেকে লাফ দিয়েছিলেন। তিনি ওই তলার কেয়ারটেকার ছিলেন।

আজ সোমবার সকালে আনোয়ারের ছোট ভাই মো. জুলহাস হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ নিয়ে ভোলার দৌলতখান উপজেলায় আমাদের বাড়িতে যাচ্ছি।'

জুলহাস হোসেন আজ ভোররাত ১টার দিকে ঢামেকের জরুরি বিভাগের মর্গে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

গতকাল রোববার নুরুল ইসলামেন ছেলে আনোয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বনানীর ক্লিনিকে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

রাত সোয়া ১০টার দিকে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে আনোয়ারের মৃত্যুর তথ্য জানান।

তিনি বলেন, 'আনোয়ারকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরে উঁচুস্থান থেকে পড়ে আঘাত পাওয়ার চিহ্ন আছে।'

ভবনের ১২ তলায় থাকেন একমি গ্রুপের পরিচালক ও আবাহনী ক্রিকেট একাডেমির পরিচালক ফাহিম সিনহার পরিবার।

আনোয়ার তাদের বাসায় কেয়ারটেকারের কাজ করতেন বলে ফাহিমের ব্যক্তিগত সহকারী মো. ইসমাইল হোসেন ডেইলি স্টারকে জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফাহিমের স্ত্রী শামা রহমান সিনহাকে (৩৭) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ডেইলি স্টারকে জানান, শামা রহমান ভবন থেকে লাফ দিয়েছিলেন। তার শরীরে গুরুতর জখম আছে। পিঠের দিকে তিনি সামান্য দগ্ধ হয়েছেন। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

মো. ইসমাইল হোসেন জানান, গুলশানের ওই ভবনটির ১২ তলায় থাকেন ফাহিম, তার মা নাগিনা আফজাল সিনহা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে।

ওই বাসার বাবুর্চি রাজু (৩২) ও গৃহকর্মী রোজিনা আক্তারও (২২) অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন।

রাজু সিকদার হাসপাতালের আইসিইউতে ও রোজিনা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্বজনরা জানান, আগুন লাগার পর শামা তার ৩ সন্তান ও শাশুড়িকে লিফটে নিচে নামিয়ে দেন। লিফট আবার ১২ তলায় উঠলে তিনি নামার চেষ্টা করেন। সে সময় বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় সপ্তম তলায় তিনি আটকা পড়েন।

তখন লিফট থেকে বের হয়ে ৭ তলার বেলকনির পাশে গিয়ে দাঁড়ান। আগুন বাড়তে থাকলে শামা সেখান থেকে ঝাঁপ দিয়ে ভবনের নিচে সুইমিং পুলে পড়েন।

অগ্নিকাণ্ডে আহত ৮ জনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যা ৭টার দিকে ভবনটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Comments

The Daily Star  | English

Admin getting even heavier at the top

After the interim government took over, the number of officials in the upper echelon of the civil administration has become over three times the posts.

7h ago