খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৭ শতাংশ
ঋণ পরিশোধে খেলাপিদের অনীহায় বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। গত বছরের একই সময়ের তুলনায় খেলাপি ঋণ ১৬ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর দেওয়া বকেয়া ঋণ ছিল ৮ দশমিক ১৬ শতাংশ, যা এক বছর আগেও ছিল ৭ দশমিক ৯৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, কিছু ব্যাংক গত বছর আর্থিক কেলেঙ্কারির মুখোমুখি হয় যা সামগ্রিকভাবে ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণ বাড়িয়ে দেয়।
যদিও, আগের প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় গত বছরের শেষ প্রান্তিকে খেলাপি ঋণ ১০ দশমিক ২ শতাংশ কমেছে। সেসময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা বলেন, ব্যাংকগুলো সাধারণত তাদের মুনাফা বাড়াতে প্রতি বছরের শেষ প্রান্তিকে খেলাপি ঋণ আদায়ের চেষ্টা করে।
তবে কিছু ব্যাংক নিয়ম ও বিধান উপেক্ষা করে তাদের আর্থিক স্বাস্থ্য ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে খেলাপি ঋণ পুনঃ তফশিল করে।
এই কারণে, বছর শেষে কিছু ক্ষেত্রে খেলাপি ঋণ কিছুটা কম দেখা যায়, যা গত বছরের খেলাপি ঋণের ক্ষেত্রেও প্রতিফলিত হয়েছিল।
Comments