চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের আছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, 'বাংলাদেশ পুলিশের জন্য প্রতিটি দিনই নতুন। প্রতিদিন নিত্যনতুন চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারি। সেই দক্ষতা, অভিজ্ঞতা, সামর্থ্য, সক্ষমতা আমাদের আছে।'
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, 'রাজনৈতিক দল যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচি করতে পারে, সেটা তারা করবেই৷ এ বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আমরা সবরকম সহায়তা দিয়ে থাকি৷ কিন্তু কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করে, সাধারণ মানুষের উপর আক্রমণ, অগ্নিসংযোগ বা আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের সাথে জড়িত হয় তাহলে আইনানুগভাবে যা করা দরকার তা করার জন্য পুলিশ প্রস্তুত আছে।'
তিনি বলেন, ইতোপূর্বে আমাদের দায়িত্ব যেমন সফলভাবে পালন করেছি, আগামীতেও বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট সব জায়গাতে যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছে।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরোনো একটি প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা প্রতিনিয়ত দায়িত্ব পালন করে আসছি।'
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজসহ অন্যান্যরা।
Comments