নাশকতা ঠেকাতে ট্রেন-স্টেশনে আইপি ক্যামেরা বসানো হচ্ছে: আইজিপি

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, 'ট্রেনে নাশকতা ঠেকাতে রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে ইন্টারনেট প্রটোকল (আইপি) ক্যামেরা বসানোর কাজ চলছে।'

আজ রোববার রাতে রাজধানীর কাকরাইল চার্চে বড়দিন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে আইপি ক্যামেরা স্থাপনের কাজ শেষ করার চেষ্টা চলছে।

আইজিপি বলেন, নিজেদের কর্মসূচিতে জনসমর্থন না থাকায় দুর্বৃত্তরা প্রকাশ্যে নির্বাচনবিরোধী তৎপরতা চালাতে পারছে না।

তিনি আরও বলেন, 'আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। তারপরও দু-একটি নাশকতামূলক ঘটনা ঘটছে। কিন্তু সাধারণ মানুষ দুর্বৃত্তদের ধরে আমাদের হাতে তুলে দেয়। মানুষ আমাদের সাহায্য করছে।'

অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন তারা। কেউ পরিস্থিতির অবনতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আইজিপি বলেন, 'দেশের সব গির্জায় বড়দিন উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Govt forms new Election Commission

The new EC will be led by former secretary AMM Nasir Uddin

19m ago