ভারতে ১৪ ফেব্রুয়ারি গরু জড়িয়ে ধরা দিবস পালনের আহ্বান

ভারতে এখন থেকে ১৪ ফেব্রুয়ারি ‘গরুকে জড়িয়ে ধরার দিন’ হিসেবে পালন করা হবে। ছবি: টুইটার থেকে সংগৃহীত
ভারতে এখন থেকে ১৪ ফেব্রুয়ারি ‘গরুকে জড়িয়ে ধরার দিন’ হিসেবে পালন করা হবে। ছবি: টুইটার থেকে সংগৃহীত

ফেব্রুয়ারি বলতেই বেশিরভাগ মানুষ বোঝেন ভালোবাসার মাস। বিশেষত ১৪ ফেব্রুয়ারিকে বিশ্বের বেশিরভাগ দেশেই কমবেশি 'ভ্যালেন্টাইন্স ডে' বা ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। তবে ভারতে এ দিবসটি ভিন্নভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।

দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি প্রতিবেদক ভারতের পশু কল্যাণ বোর্ডের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার জানিয়েছেন, এখন থেকে ১৪ ফেব্রুয়ারি 'গরুকে জড়িয়ে ধরার দিন' হিসেবে পালন করা হবে, যাতে 'ইতিবাচক শক্তি' ছড়িয়ে দেওয়া যায় এবং 'সমষ্টিগত সুখ'র ধারণাকে অনুপ্রাণিত করা যায়।

ভারতের মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের অধীনস্থ এই বোর্ড এক নোটিশে জানায়, 'যারা গরুকে ভালোবাসেন, তারা তাদের জীবনে গো-মাতার ভূমিকা এবং জীবনকে সুখী ও ইতিবাচক শক্তিতে ভরে তোলার বিষয়গুলো মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারি গরুকে জড়িয়ে ধরার দিন হিসেবে পালন করতে পারেন।'

কর্মকর্তাদের বরাত দিয়ে এই নোটিশে আরও বলা হয়েছে, 'পশ্চিমা সংস্কৃতির উন্নয়নে' প্রাচীন ভারতের বৈদিক ঐতিহ্য প্রায় 'বিলুপ্তির মুখে' পড়েছে এবং সবাই 'পশ্চিমা সভ্যতার আগ্রাসনে আমাদের ঐতিহ্য ও ইতিহাস' ভুলে যাচ্ছে।

 

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

42m ago