পরিত্যক্ত হিমাগার থেকে নারীর মরদেহ উদ্ধার

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

লক্ষ্মীপুরে পরিত্যক্ত হিমাগার (কোল্ডস্টোরেজ) থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন জানান, আজ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর হাসান গ্রামের মজুচৌধুরীরহাট এলাকার আলুর কোল্ড স্টোরেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহটি সদর উপজেলার টুমচর ইউনিয়নের নূরনবীর মেয়ে ও লক্ষ্মীপুর বিসিকের কর্মী মাহিনুর আক্তারের (২৫) বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোসলেহ উদ্দিন ডেইলি স্টারকে জানান, পরিবার থেকে জানা গেছে গত সোমবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মাহিনুর। ধারণা করা হচ্ছে খুনের পর তাকে এখানে ফেলে রাখা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

7h ago