‘আগামী নির্বাচন সহজ হবে না, সংসদ নেতা দল গোছাতে বলেছেন এমপিদের’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী নির্বাচন অত সহজ হবে না। যে কারণে সংসদ নেতা দল গোছাতে বলেছেন এমপিদের।

আজ মঙ্গলবার রাতে জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এদিন রাত ৮টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দল বৈঠকে বসে। ওবায়দুল কাদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

বৈঠকে দলীয় কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'তিনি (শেখ হাসিনা) সংসদ সদস্যদের বলেছেন গণসংযোগ করতে, ঘরে ঘরে যেতে এবং যার যার এলাকায় দল গোছাতে, অন্তঃকলহ বন্ধ করতে এবং তিনি বলেছেন যে, আগামী নির্বাচন অত সহজ হবে না।'

'প্রত্যেককে তার নির্বাচনী এলাকায় দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সাম্প্রদায়িক শক্তি আজকে দেশে আন্দোলনের নামে...সারা বাংলাদেশে সন্ত্রাসের যে আলামত আমরা পাচ্ছি, আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত চলছে; সরকার হটানোর চক্রান্ত এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে,' বলেন কাদের।

'সামনে কঠিন চ্যালেঞ্জ' বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

5h ago