এপ্রিলে নির্বাচন আয়োজন ‘অপরিণামদর্শী’ সিদ্ধান্ত: রিজভী

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন আগামী এপ্রিল মাসে আয়োজনের পরিকল্পনাকে 'অপরিণামদর্শী' ও 'অযৌক্তিক' সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার রাজধানীতে জাতীয়তাবাদী ভ্যান-রিকশা শ্রমিক দলের খাবার বিতরণ অনুষ্ঠানে রিজভী বলেন, 'মানুষ মনে করে, এপ্রিল মাসে নির্বাচন দেওয়ার সিদ্ধান্তটি একটি হঠকারী ও অপরিপক্ব চিন্তার ফল।'

তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের যে ঘোষণা দিয়েছেন, তা সময় ও উদ্দেশ্য—দুই দিক থেকেই প্রশ্নবিদ্ধ।'

রিজভী বলেন, 'কেন মাত্র এক-দুজন ব্যক্তি বা রাজনৈতিক দলের কথায় এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হচ্ছে? এপ্রিল হলো প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি ও এসএসসির পাবলিক পরীক্ষার সময়। সেই সময়েই ঈদুল ফিতরও শেষ হবে মাত্র। রমজানের মধ্যে কীভাবে প্রচারণা চালানো সম্ভব? মানুষ রোজা রাখবে, না প্রচারণা চালাবে?

তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রকে সংস্কারের বিপরীতে দাঁড় করিয়েছে।

রিজভী বলেন, 'শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার স্বপ্ন দেখতেন। এখন প্রশ্ন উঠছে, তত্ত্বাবধায়ক সরকারের কি একই বাসনা রয়েছে?'

তিনি আরও অভিযোগ করেন, গত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। 'মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। একের পর এক ভোটে কারচুপি হয়েছে। শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের পবিত্রতাকে চূর্ণ-বিচূর্ণ করেছেন।'

রিজভী বলেন, 'গণতন্ত্রের ভিত্তিই হলো সুষ্ঠু নির্বাচন। জনগণের অধিকার রয়েছে—ভিন্নমত পোষণের, নিজের প্রতিনিধি বেছে নেওয়ার। সেটিই হলো নির্বাচন।'

তিনি ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, 'ভোটের জন্য সবচেয়ে উপযুক্ত সময় ডিসেম্বর।'

Comments

The Daily Star  | English

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

Meanwhile, fresh series of explosions were reported in the Iranian capital Tehran, as per AFP journalist

1d ago