জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা
ছবি: অরিত্র সাত্তার

পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'পাখি মেলা-২০২৩' অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নুরুল আলম।  

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক নুরুল আলম বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখির বসবাস উপযোগী পরিবেশ গড়ে তোলা হয়েছে। এই পরিবেশ ধরে রাখার দায়িত্ব সবার। এ জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাখির অভয়ারণ্য নিশ্চিত করার স্বার্থে সবাইকে এসব বিধিনিষেধ মানতে হবে। মাত্রাতিরিক্ত অনুষ্ঠান ও আতশবাজিতে পাখি ভয় পেয়ে অন্যত্র চলে যেতে পারে। পাখির প্রতি সবাইকে দায়িত্বশীল ও যত্নবান হতে হবে।'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা
ছবি: অরিত্র সাত্তার

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. নুহু আলম, প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, বিশিষ্ট পাখিবিশারদ ড. ইনাম আল হক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তি মজুমদার বাবু এবং বন অধিদপ্তরের কর্মকর্তা রেজাউল করিমসহ অনেকে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা
ছবি: অরিত্র সাত্তার

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান।

 

Comments