২০১৩ সালের নাশকতা মামলায় বিএনপি নেতা আসলামের বিচার শুরু

আসলাম
বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরী। স্টার ফাইল ছবি

২০১৩ সালের নভেম্বরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার অভিযোগে সীতাকুণ্ড থানায় করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে চট্টগ্রামের একটি আদালত। 

আজ রোববার দুপুরে চট্টগ্রামের ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসলাম চৌধুরীর উপস্থিতিতে মামলার অভিযোগ গঠন করা হয়।

এ তথ্য নিশ্চিত করে জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার সাইমুম চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, আদালতের বিচারক আ স ম শহীদুল্লাহ কায়সার অভিযোগ গঠন করেন এবং আগামী ২৮ মার্চ সাক্ষীদের জবানবন্দি রেকর্ডের জন্য তারিখ নির্ধারণ করেন।

২০১৩ সালের ১০ নভেম্বর দেশব্যাপী অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার অভিযোগে সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ বাদী হয়ে বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ৫০ জনকে আসামি করে মামলা করেন। 

পরে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর পুলিশ মামলার চার্জশিট দাখিল করে।
 

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Undergraduate admission tests under the cluster system faces uncertainty for the 2024-25 academic year, as several prominent universities have decided to withdraw and conduct their own admission tests independently. 

8h ago