শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রামের বিএনপি নেতা তোতন বহিষ্কার

এস কে খোদা তোতন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এস কে খোদা তোতনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজ রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বহিষ্কারাদেশে বলা হয়, 'দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ-সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এস কে খোদা তোতনকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।'

এর আগে, গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের খুলশী থানার সেগুনবাগান এলাকায় থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শাহ আলমের অনুসারী মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এলাকায় চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারের জেরে এ সংঘর্ষ হয়েছে বলে খুলশী থানা পুলিশ ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে।

ওই সংঘর্ষে দুই পক্ষের ছয়জন আহত হন। ওমর ফারুক নগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এস কে খোদা তোতনের অনুসারী। 

Comments

The Daily Star  | English

Working to make people true source of all power: CA

He also said his government's responsibility is to bind people into a larger family

1h ago