বাড়ছে তাপমাত্রা, বিদায় নিচ্ছে শীত

বাড়ছে দেশের তাপমাত্রা, বিদায় নিচ্ছে শীত
স্টার ফাইল ফটো

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের ২৪ ঘণ্টায় তা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে ২৪ ঘণ্টায় বেড়েছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ দিকে, ঢাকায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ রোববার সকাল ১১টায় আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে পুরো রংপুর বিভাগ, নওগাঁ ও মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। তবে ধীরে ধীরে এসব জায়গায় তাপমাত্রা বাড়তে থাকবে।'

তিনি আরও বলেন, 'সামনে আর শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। দেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। শীতের তীব্রতা কমবে।'

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গত শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ৩ বছরের মধ্যে দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

গতকাল মৌলভীবাজারের তাপমাত্রা ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

Comments