নাফ নদী থেকে ২ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারে টেকনাফের নাফনদী থেকে বস্তাবন্দি অবস্থায় ২ রোহিঙ্গা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় স্থানীয়দের খবর পেয়ে টেকনাফের হ্নীলার জাদিমুরাস্থ নাফনদীর মোহনা থেকে বস্তাবন্দি অবস্থায় ওই ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, 'কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রোহিঙ্গা নাগরিক আবদুস সালাম (৩৮) ও তার শ্যালক শফিউল্লাহ(২৮)।'

'তারা ডাকাতি ও মাদক পাচার মামলার আসামি। মরদেহগুলো অর্ধগলিত। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে,' বলেন তিনি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, 'তারা ২ জনই হ্নীলার নয়াপাড়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ঘটনাস্থলে নিহত ২ জনের স্বজনেরা পুলিশের উপস্থিতিতে তাদের পরিচয় নিশ্চিত করেছেন।'

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, 'রোহিঙ্গাদের মধ্যে একাধিক বিবাদমান সন্ত্রাসী গ্রুপ রয়েছে। তাদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্বে ওই ২ জনকে হত্যা করা হতে পারে।'

Comments