লুব্রিক্যান্ট-ইঞ্জিন অয়েল আমদানিতে ন্যুনতম অগ্রিমে এলসি খোলার নির্দেশ
লুব্রিক্যান্ট ও ইঞ্জিন অয়েল আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলোকে আমদানিকারকদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম অগ্রিম নিয়ে ঋণপত্র (এলসি) খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের শিল্প ও বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক ও আমদানিকারকদের সম্পর্কের ওপর ভিত্তি করে লুব্রিক্যান্ট ও ইঞ্জিন ওয়েল আমদানিতে এলসি মার্জিন সর্বনিম্ন রাখা উচিত।
লুব্রিক্যান্ট ও ইঞ্জিন অয়েলের কাঁচামাল আমদানিতেও এই সুবিধা পাওয়া যাবে। এই সুবিধা শিল্প ও বিদ্যুৎ উত্পাদনে সহায়তা করবে।
এর আগে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে বিলাসবহুল ও অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে এলসি খোলার সময় ১০০ শতাংশ পর্যন্ত অগ্রিম নেওয়ার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
Comments