এবারও সেরা করদাতার সম্মান পেলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান

শাহনাজ রহমান
শাহনাজ রহমান। ছবি: সংগৃহীত

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান এ বছরও সেরা করদাতা হয়েছেন। ২০২১-২২ অর্থবছরে দেওয়া করের হিসাবে তাকে এ বছরের সেরা করদাতা নির্বাচিত করেছে এনবিআর।

এর আগে গত ২০২০-২১ অর্থবছরে তিনি টানা দ্বিতীয়বারের মতো সেরা করদাতার সম্মাননা পান। 

শাহনাজ রহমান ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী। 

শাহনাজ রহমান ছাড়াও এ বছর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছে ট্রান্সকম গ্রুপেরই প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড। 

'মহিলা' শ্রেণিতে শাহনাজ রহমান ছাড়াও সেরা করদাতার তালিকায় আছেন—আনোয়ারা হোসেন, আমিনা আহমেদ, তাসমীন মাহমুদ ও পারভীন হাসান। মহিলা শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত ৫ জনই ঢাকার করদাতা।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য 'মহিলা' শ্রেণিতে ৫ জনসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর।

 

 

Comments

The Daily Star  | English

Police disperse protesters with water cannons, sound grenades

The march was headed towards the home ministry to protest yesterday's attack on an indigenous group

1h ago