ট্রান্সকম গ্রুপের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমান মারা গেছেন

আরশাদ ওয়ালিউর রহমান। ছবি: সংগৃহীত

ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আরশাদ ওয়ালিউর রহমান আজ শুক্রবার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

আরশাদ ওয়ালিউর রহমান ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানের বড় সন্তান।

এসকায়েফ ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (বিপণন ও বিক্রয়) মুজাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, রাজধানীর গুলশানের নিজ বাসায় আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যু হয়।

আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে বলেও জানান তিনি।

আরশাদ ওয়ালিউর রহমানের জন্ম ১৯৬৫ সালের ২ অক্টোবর।

Comments

The Daily Star  | English
Dhaka-Mawa Expressway Toll Plaza Accident Details

Mawa toll plaza tragedy: Driver had no valid licence

Says Rab; driver claims the vehicle had brake issues

35m ago