আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি আনসার সদস্য: পুলিশ

আনসার সদস্য
নয়াপল্টনে বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আর্জেন্টিনার জার্সি পরা একজনকে অভিযানে অংশ নিতে দেখা যায়। তিনি আনসার সদস্য বলে জানিয়েছে পুলিশ। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

নয়াপল্টনে গতকাল বুধবার আর্জেন্টিনার জার্সি পরা একজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অভিযানে অংশ নিতে দেখা যায়।

ওই ব্যক্তি পল্টন থানায় সংযুক্ত একজন আনসার সদস্য। তার নাম মাহিদুল ইসলাম এবং তিনি অস্ত্র বহন করতে পারেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের সময় আর্জেন্টিনার জার্সি পরা এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।

তখন থেকেই তার পরিচয় জানার বিষয়ে আগ্রহ তৈরি হয় সাধারণ মানুষের।

আজ যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তির নাম মাহিদুল ইসলাম। তিনি আনসার সদস্য এবং তিনি অস্ত্র বহন করতে পারেন।'

Comments