নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

সমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীরা। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

এক দফা দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।

আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে তারা সেখানে জড়ো হতে শুরু করেন।

নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর ১২টায় তাদের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

ঘটনাস্থল দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মী তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, কাকরাইল মোড় থেকে নটরডেম কলেজ পর্যন্ত সড়কের দুই পাশে বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন।

তবে দলের জ্যেষ্ঠ নেতারা এখনো সমাবেশস্থলে পৌঁছাননি।

বিএনপি জানিয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষে এক দফা আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডেইলি স্টারের প্রতিবেদক আরও জানান, বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। তারা রঙিন টুপি পরে ও প্ল্যাকার্ড ও পোস্টার হাতে নিয়ে সমাবেশস্থলে আসছেন।

সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকায় সড়কের দুই পাশে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।

এরই মধ্যে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ নির্মাণ করে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
 

Comments

The Daily Star  | English

First phase of Ijtema ends with ‘Akheri Munajat’

The final prayer was conducted by Maulana Zubair, top spiritual leader of Shura-e-Nezami, Bangladesh

1h ago