নিজের শটগানের গুলিতে আনসার সদস্যের ‘আত্মহত্যা’

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজের শটগানে গুলিবিদ্ধ এক আনসার সদস্য মারা গেছেন।

মৃত আনসার সদস্য আফজাল হোসেন (২৫) বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ব্যবহৃত শটগান দিয়ে তিনি নিজের মাথায় গুলি চালান বলে পুলিশ জানায়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি মারা যান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই আনসার সদস্য নিজের শটগান দিয়ে নিজের মাথায় গুলি করার পর গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।'

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ডেইলি স্টারকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন ওই আনসার সদস্য মারা গেছেন।

তার মৃত্যুর পর বন্দরের ইউএনও এম এ মোহাইমিন আল জাহিন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আনসার সদস্য আফজাল ৪টার দিকে ডিউটিতে আসে। এর আধাঘণ্টা পরই গুলির আওয়াজ শুনি। তিনি নিজের শটগান দিয়ে নিজের মাথায় গুলি করেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যা।' 

Comments

The Daily Star  | English
milestone schoolgirl raisa body found

Milestone crash: Body of missing schoolgirl Raisa found at CMH after a day

Raisa is among the 31 who have died so far in the fatal jet crash

1h ago