পুলিশ হামলা-ভাঙচুর করেনি, বিএনপি কার্যালয়ে তল্লাশি চালিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্টার ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'পুলিশ বুধবার বিএনপি কার্যালয়ে হামলা বা ভাঙচুর করেনি, তল্লাশি চালিয়েছে।'

গতকাল নয়াপল্টনে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে আজ বৃহস্পতিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, 'পুলিশ বিএনপি কার্যালয় ভাঙচুর করেনি, সেখানে তল্লাশি চালিয়েছে। পুলিশ যখন পার্টি অফিসে ঢোকে, সেখানেও দলের কর্মীরা ছিল।'

'তারা পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করতে পারে এবং এভাবে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে,' বলেন তিনি। 

রাজনৈতিক সমাধান ব্যর্থ হওয়ায় এমন পুলিশি হামলা করা হয়েছে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এ ছাড়া কোনো উপায় ছিল না। পুলিশ যেভাবে মার খাচ্ছিল, আপনি যদি পুলিশ কর্মকর্তা হতেন, আপনি কী করতেন?'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণে আছে।'

পুলিশ ব্যাগে করে বিএনপি কার্যালয়ে বোমা নিয়ে গেছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পুলিশ সদস্যরা (বিএনপির) বোমা হামলায় আহত হয়েছেন। পুলিশ কেন পার্টি অফিসে বোমা নিয়ে যাবে?'

'এমন কোনো ঘটনা ঘটেনি যে পুলিশের ওপর আক্রমণ করতে হবে। এমন কোনো ঘটনা ঘটেনি যে পুলিশের ওপর ককটেল হামলা করতে হবে,' যোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, 'কোনোভাবেই রাজপথে সমাবেশ করতে দেওয়া হবে না।'

তিনি বিএনপি নেতাদের ১০ ডিসেম্বরের ঢাকা মহাসমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান।

তিনি বলেন, 'তারা (বিএনপি) গণসমাবেশের প্রস্তুতি নিচ্ছে। আমাদের এত বড় মাঠ নেই। আমরা তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলেছি। যদি না হয়, মিরপুরের কালশী এলাকায় বিকল্প জায়গাও আছে।'

ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ জানিয়েছে যে বুধবার নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপি সদস্যদের মধ্যে সংঘর্ষে ৪৭ পুলিশ আহত হয়েছে।

রাজারবাগের সেন্ট্রাল পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া আহত পুলিশ সদস্যদের তালিকা থেকে এ সংখ্যার উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English
rally demanding ban on awami league in Dhaka

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

3h ago