শিগগির কারফিউ প্রত্যাহার, আর্মিও ব্যারাকে ফিরবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্টার ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শিগগির কারফিউ প্রত্যাহার করা হবে এবং আর্মিও ব্যারাকে ফিরে যাবে।

আজ বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি জিজ্ঞাসা করেছেন যে আর কতদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা বলেছি যে, মনে করছি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। খুব শর্ট টাইমের মধ্যে সান্ধ্য আইন বা কারফিউ তুলে নিতে পারব। আর্মিও ব্যারাকে ফিরে যাবে।'

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'অনেকদিনের চাওয়া ছিল মানুষের জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা। এটার প্রক্রিয়া চলছে।'

জামায়াত নিষিদ্ধ করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে কি না, জানতে চাইলে মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, 'অবনতি তো অনেকখানি হয়ে আছে। আমরা ধীরে ধীরে এটাকে স্বাভাবিক করে আনছি। অবনতির পেছনে যারা আছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।'
   

Comments

The Daily Star  | English

Need to mobilise youth power for new civilisation: Yunus at COP29

The chief adviser highlighted the fact that the climate crisis is intensifying

1h ago