নয়াপল্টনে তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ, বিজিবির টহল

তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান। ছবি: আরাফাত রহমান/স্টার

২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলার প্রতিবাদে বিএনপির ডাকা অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার। এদিন সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা দেখা গেছে।

সকাল ১১টার দিকে সরেজমিনে নয়াপল্টন গিয়ে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে। ওই এলাকার বিভিন্ন মোড়েও পুলিশ অবস্থান নিয়েছে।

তালা দেওয়া বিএনপি কার্যালয় ভবনে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। এ সময় বিএনপির কোনো নেতাকর্মীকেও সেখানে দেখা যায়নি।

গত শনিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার পরদিন সকালে ওই এলাকায় পুলিশ অবরুদ্ধ করে ফেলে।

সোমবার সিআইডির একটি ফরেনসিক দলকে সেখানে অপরাধের আলামত খুঁজতে দেখা যায়। বিএনপির কার্যালয়ের সামনের অংশ 'ক্রাইম সিন' লেখা টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছিল।

আজ পুলিশ থাকলেও বিএনপি কার্যালয়ের সামনের অংশ 'ক্রাইম সিন' লেখা টেপে ঘেরা নেই।

এর আগে সকাল ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ দলকে নয়াপল্টন ও বিএনপি কার্যালয়ের সামনে টহল দিতে দেখা গেছে।

ওই এলাকায় দোকানপাট খোলা পাওয়া যায় এবং সড়ক দিয়ে কিছু রিকশা ও সাধারণ মানুষ চলাচল করতে দেখা যায়।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, 'অবরোধ চলাকালে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'নয়াপল্টনসহ পুরো এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।'

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

1h ago