১০ ডিসেম্বরের সমাবেশ: মার্কিন নাগরিকদের সতর্কতা

ঢাকায় মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা হতে পারে উল্লেখ করে একটি সতর্কবার্তা জারি করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।

আজ বুধবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, সমাবেশ শান্তিপূর্ণ হলেও, তা সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংস ঘটনা ঘটতে পারে।'

এতে আরও বলা হয়, 'বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারিতে হবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে সমাবেশ এবং অন্যান্য নির্বাচন-সম্পর্কিত কার্যক্রম শুরু করেছে।'

'এ অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘর্ষ ও সহিংসতায় পরিণত হতে পারে,' বিবৃতিতে বলা হয়।

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে দূতাবাস জানায়, 'আপনাদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশের এলাকায় সতর্কতা অবলম্বন করা উচিত।'

'ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন ঘটনা সম্পর্কে সচেতন থাকুন। এছাড়া স্থানীয় সংবাদমাধ্যমগুলোও পর্যবেক্ষণ করুন,' বিবৃতিতে বলা হয়।

এর আগে গত ৬ ডিসেম্বর যুক্তরাজ্যও একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করে।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

2h ago