নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।
আজ শনিবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয় বলে ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন।
এর আগে সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা।
প্রায় আট মাসের মধ্যে এটাই প্রথম বড় কর্মসূচি বিএনপির।
বৃষ্টি উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। দুপুর ১টার দিকে বৃষ্টি থামার পরপরই শুরু হয় মঞ্চের প্রস্তুতি।
বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল, বর্ণিল টুপি, প্ল্যাকার্ড ও পোস্টারসহ সরকারবিরোধী স্লোগান দিয়ে সমাবেশস্থলে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারাও বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনের সড়কটি আংশিকভাবে সীমিত করা হয়েছে, যান চলাচলের জন্য একটি মাত্র লেন খোলা রাখা হয়েছে।
এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বুধবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ঢাকায় আজকের সমাবেশের পাশাপাশি আগামী ১ জুলাই সব মহানগরে এবং ৩ জুলাই সব জেলায় সমাবেশ করবে দলটি।
Comments