ঢাকায় বিএনপির সমাবেশ, যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা

ছবি: সংগৃহীত

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণকারী নাগরিকদের চলাচলে সতর্ক থাকতে বলেছে যুক্তরাজ্য।

মঙ্গলবার যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) ট্রাভেল অ্যালার্টে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় আগামী ১০ ডিসেম্বর রাজনৈতিক সমাবেশ হওয়ার কথা আছে। এতে শহরের চারপাশে পরিবহন, যোগাযোগ নেটওয়ার্ক এবং চলাচল বিঘ্নিত হতে পারে। ১০ ডিসেম্বর এর আগে, পরের দিনগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়বে।

বিজ্ঞপ্তিতে রাজনৈতিক সমাবেশসহ সব ধরনের জমায়েত এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের ঘোষণা থাকলেও সমাবেশের স্থান এখনো নির্ধারণ হয়নি।

এফসিডিও জানিয়েছে, প্রতি বছর দেড় লাখ ব্রিটিশ নাগরিক বাংলাদেশে আসেন। বেশিরভাগক্ষেত্রে তাদের ভ্রমণ ঝামেলা মুক্ত হয়ে থাকে।

Comments

The Daily Star  | English

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

2h ago