টঙ্গীতে জলকামান নিয়ে পুলিশের টহল

বিএনপি হরতাল ঘোষণার পর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলকামান ও সাঁজোয়া বহর নিয়ে জরুরি টহল শুরু করেছে পুলিশ।
টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলকামান ও সাঁজোয়া বহর নিয়ে পুলিশের জরুরি টহল। ছবি: স্টার

ঢাকায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত ও আগামীকাল রোববার বিএনপির হরতাল ঘোষণার পর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলকামান ও সাঁজোয়া বহর নিয়ে জরুরি টহল শুরু করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে এই মহড়া শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, টঙ্গী বাজার থেকে গাজীপুরের দিকে কলেজগেট হয়ে টঙ্গী এলাকায় মহাসড়কে সাইরেন বাজিয়ে জলকামানসহ পুলিশের গাড়িবহর টহল দিচ্ছে। 

জলকামানের শব্দ শুনে পথচারীরা দ্রুত সড়ক ছেড়ে এলাকার ভেতরে যাচ্ছেন।

এছাড়া, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে পুলিশ।

পুলিশের এক সদস্য দ্য ডেইলি স্টারকে জানান, টঙ্গীতে বিশেষ কোনো ঘটনায় জলকামান নামানো হয়নি। 

তিনি আরও বলেন, 'ঢাকায় আমাদের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার জেরে টঙ্গীতে পরিস্থিতি যেন উত্তপ্ত না হয় সেজন্য টহল জোরদার করা হয়েছে।'

জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন ডেইলি স্টারকে বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জলকামানসহ সড়কে টহল চলছে।' 

Comments