এবার সাহিত্যিককে হেয় করে এইচএসসির প্রশ্ন

প্রশ্নপত্রে ধর্মীয় অনুভূতিতে আঘাত নিয়ে বিতর্কের পর এবার কারিগরি বোর্ডের এইচএসসির বাংলা পরীক্ষার একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে নতুন করে বিতর্ক উঠেছে। 

প্রশ্নটিতে দেশের একজন সাহিত্যিককে হেয় করা হয়েছে।  

গত রোববার অনুষ্ঠিত হওয়া বাংলা-২ সৃজনশীল প্রশ্নপত্রের একটি উদ্দীপকে একজন লেখকের নাম উল্লেখ করে লেখা হয়েছে, '২১শে বইমেলায় তাড়াহুড়ো করে তিনি বই প্রকাশ করেন। পাঠকদের কাছে তার লেখা খাপছাড়া মনে হয়। ফলে পাঠকদের কাছে তিনি সমাদৃত হন না।'

এমন প্রশ্নে ওই লেখকের মানহানি হয়েছে কি না, জানতে চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই মেসেজটা আপনিই প্রথম বললেন। এটা হয়ে থাকলে আমি দেখি এটা করলো কেন।'

'এভাবে তো করা যাবে না, কাউকে হেয় করে কিছু বলা যাবে না। বিখ্যাত কিংবা অখ্যাত হোক যে কাউকেই হেয় করার অধিকার আমাদের নেই,' বলেন তিনি।  

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার জানান, 'কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন পাণ্ডুলিপি বের করে এটার সঙ্গে কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উনি পদক্ষেপ নিয়েছেন।'

তিনি আরও বলেন, 'যারা যারা প্রশ্নপত্র মডারেট করেছেন এবং সেট করেছেন তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের একটি প্রশ্নে ধর্মীয় অনুভূতিতে আঘাত নিয়ে বিতর্ক হয়।  

একইদিনে প্রশ্নপত্রে মুদ্রণজনিত ভুলের কারণে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নতুন ও পুরাতন সিলেবাসের বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, কিছু কেন্দ্রে পুরনো সিলেবাসের শিক্ষার্থীরা নতুন সিলেবাসের প্রশ্নপত্র এবং নতুন সিলেবাসের পরীক্ষার্থীরা পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র পেয়েছেন।

 

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

1h ago