দিনাজপুরে ইউএনও’র ওপর হামলা: আসামির ১৩ বছরের কারাদণ্ড

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ওপর হামলার অপরাধে রবিউল ইসলাম নামে একজনকে ১৩ বছরের সশ্রম করাদণ্ড দিয়েছেন আদালত।
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ওপর হামলার অপরাধে রবিউল ইসলামকে ১৩ বছরের সশ্রম করাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১৩ হাজার টাকা জরিমানা, আরও ৯ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক সাদিয়া সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রবিউল ইসলাম ঘোড়াঘাট উপজেলা অফিসের সাবেক কর্মচারী।

এজাহার অনুযায়ী, ২০২০ সালের ২ সেপ্টম্বর মধ্য রাতে রবিউল সরকারি বাসভবনে তৎকালীন ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার বাবা ওমর ফারুকের ওপর হাতুরি হাতে হামলা করেন। এতে তারা দুজন গুরুতর আহত হন।

হামলার পরে ওয়াহিদার ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্তে রবিউলের নাম উঠে আসে। গ্রেপ্তারের পরে পুলিশ রবিউলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন।

দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, আসামিকে দণ্ডবিধির ৩০৭ ধারায় ১০ বছর ও ৩২৫ ধারায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একটি সাজা শেষ হলে আরেকটি সাজা শুরু হবে।

এই মামলায় মোট ৫১ জন সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিচারিক আদালতের সহকারী কৌঁসুলি (এপিপি) রঞ্জিত কুমার সরকার।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

59m ago