ফরিদপুরে নৌকার বিজয় মিছিল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষে আহত ৮

স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে নির্বাচন পরবর্তী নৌকার বিজয় মিছিলকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

আজ শনিবার বিকেল ৫টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণার পর পাভেল রায়হান ও সেকেন্দার মোল্লার নেতৃত্বে নৌকার বিজয় মিছিল বের হয়। ওই মিছিলে মুরাদ মোল্লা ও ইব্রাহিম মোল্লার সমর্থকরা হামলা চালায়। এ ঘটনায় উভয়পক্ষ ঢাল, সড়কি, লাটিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

সেকেন্দার মোল্লা দাবি করেন, 'আমার সমর্থকরা আনন্দ মিছিল বের করলে মুরাদ মোল্লা ও ইব্রাহিম মোল্লার সমর্থকরা হামলা চালায়। এতে আমার কয়েকজন সমর্থক আহত হন।'

তবে, হামলার অভিযোগ অস্বীকার করেন মুরাদ মোল্লা। তিনি বলেন, 'আমার সমর্থকরা কেন প্রতিপক্ষের ওপর হামলা চালাবে।'

তিনি পাল্টা অভিযোগ করেন, 'আমার সমর্থকরা আনন্দ মিছিল বের করলে তাদের ওপর হামলা চালিয়েছে সেকেন্দার ও পাভেলের সমর্থকরা।'

গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, 'মিছিল নিয়ে সংঘর্ষে জড়ানো ২ পক্ষই নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরীর সমর্থক। কারা আগে বিজয় মিছিল করবে এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।'

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পরিস্থিথি শান্ত আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।'

সালথা উপঝোল সাধারাণ সম্পাদক মো. ফারুকুজ্জাামান মিয়া বলেন, 'স্থানীয়দের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।'

তবে, এই বিষয়ে জানতে নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবরের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

Comments

The Daily Star  | English

Shutdown is another economic peril

Vowing to continue an indefinite work stoppage and stage a protest march on tax offices, the NBR Reform Unity Council has intensified its demands

8h ago