নাটোর ১

জয়ী স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ নৌকার প্রার্থীর

নাটোর
সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল।

নাটোর ১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভোট জালিয়াতি করে নির্বাচনে জেতার অভিযোগ এনেছেন পরাজিত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল।

তার অভিযোগ, লালপুর উপজেলার চংধুপইল, আড়বাব ও ওয়ালিয়া ইউনিয়নে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা জালিয়াতি করে নৌকাকে পরাজিত করে ঈগল প্রতীককে জিতিয়েছেন। তাই এসব কেন্দ্রের ভোট পুনঃগণনা চান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে বাগাতিপাড়ার স্যান্নালপাড়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন শহিদুল ইসলাম বকুল।

এ সময় তার সঙ্গে ছিলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান এবং লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বকুল বলেন, '৭ জানুয়ারি সকালে আমার নিজ এলাকা বাগাতিপাড়া কেন্দ্রে ভোট দিই। এ সময় জানতে পারি লালপুরের চংধুপইল ইউনিয়নে চেয়ারম্যান রেজাউল করিমসহ তার লোকজন ঈগলের পক্ষে ভোট কেটে নিচ্ছেন (জালিয়াতি করছেন)। তখন ওই ইউনিয়নে যাই ও বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখি আমার এজেন্টদের বের করে দিয়েছে। আমি অভিযোগ জানালে রেজাউলকে আটক করা হয়।'

'এরপর অন্য ইউনিয়নগুলোতে গিয়ে দেখি নৌকার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি তাদের আবার ভোটকেন্দ্রে প্রবেশ করাই। আমি এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে গেলে আগের কেন্দ্রের পোলিং এজেন্টদের থেকে সই নেওয়া হয়। তাদের বলা হয়, গণনার সময় তাদের সামনেই গণনা করা হবে। কিন্ত ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান রেজাউলকে ছেড়ে দেওয়া হয়। এরপর প্রায় প্রতিটি কেন্দ্র থেকেই আমার এজেন্টদের গণনার সময় বের করে দেন প্রিজাইডিং কর্মকর্তারা। ব্যালটের বান্ডেল চেক করে দেখতে দেওয়া হয়নি', যোগ করেন তিনি।

অভিযোগের ব্যাপারে জানতে লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ' লালপুরের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হয়েছে। অভিযোগ যে কেউ দিতেই পারে। উর্ধ্বতন কর্তৃপক্ষ তা দেখবে।'

স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেন, 'ভোট ব্যবস্থাপনা তো আমি করিনি, করেছে নির্বাচন কমিশন।'

উল্লেখ, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের কাছে ১ হাজার ৯৯৬ ভোটে পরাজিত হন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল।

 

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

27m ago