ইমরান খানের ওপর হামলাকারী ১ জন নিহত, আটক ১: আলজাজিরা

ইমরান খানের ওপর হামলায় জড়িত ১ জনকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: ডনের সৌজন্যে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলায় জড়িতদের ১ জন নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছেন। সেসময় অপর ১ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

ইমরানের খানের জ্যেষ্ঠ সহযোগী রওফ হাসানের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

রওফ হাসান বলেন, 'যে বন্দুকধারীরা ইমরান খানকে গুলি করেছেন তাদের একজন নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছেন এবং আরেকজনকে পুলিশ আটক করেছে।'

তিনি আরও বলেন, 'ইমরান খানকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

42m ago