জমি নিয়ে বিরোধের জেরে চিত্রনায়িকা দিতির মেয়ের ওপর হামলা

লামিয়া চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আত্মীয়দের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির কন্যা লামিয়া চৌধুরী। হামলায় স্থানীয় বিএনপি নেতা মোশারফ হোসেন উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনার একটি লাইভও করেন। লাইভ চলাকালে কিছু ব্যক্তিকে তার গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। লামিয়াকে বলতে শোনা যায়, তার পা ভেঙে দেওয়া হয়েছে। তিনি হাঁটতে পারছেন না।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, লামিয়ার মামা টিপু সুলতান অন্তত নয় বছর আগে মারা গেছেন। এরপর দীর্ঘদিন ধরে এই পরিবারের সঙ্গে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান।

শনিবার জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দিয়াপাড়ায় একটি সালিশ বসানো হয়। সালিশের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। তখন লামিয়ার গাড়ি ভাঙচুর হয়।

লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার শারমিন প্রীতি দাবি করে, সালিশে লোকজন নিয়ে এসে লামিয়া তাদের ওপর হামলা চালিয়েছেন।

'আমার স্বামীর নামে ৩৮ শতাংশ জমি আছে। এই জমি দখল করতে চায় লামিয়ারা। এ নিয়ে সালিশ বসলে লামিয়া ঢাকা থেকে লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা চালায়,' বলেন প্রীতি।

প্রীতি আরও দাবি করেন, হামলায় আহত হয়ে তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার দুই প্রত্যক্ষদর্শী দ্য ডেইলি স্টারকে জানান, সালিশে 'ঢাকা থেকে' কয়েকজন লোক নিয়ে এসেছিলেন লামিয়া। অপরদিকে প্রীতি স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে ডেকে এনে সালিশে বসান।

লামিয়ার ওপর হামলায় বিএনপির কর্মীরাও অংশ নিয়েছেন বলে নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা।

উপস্থিত বিএনপির কর্মীরা সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের অনুসারী বলে জানা গেছে। তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে লামিয়াও জানিয়েছেন, হামলার সময় মোশারফ সেখানে উপস্থিত ছিলেন। এই হামলার জন্য প্রীতির ডেকে আনা 'রাজনৈতিক নেতা' ও 'গুণ্ডাদের' দায়ী করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে মোশারফ বলেন, 'লোকজন শুনেছে, লামিয়ার সঙ্গে নাকি শেখ মারুফ (শেখ হাসিনার আত্মীয়) আসছে। এই খবর পেয়ে (আমার) কিছু লোকজন সেখানে যায়। কিন্তু তারা মারুফকে পায়নি।'

'আমার লোকজন কোনো হামলার সঙ্গে জড়িত না। মহিলা মহিলারা এইটা করছে। আর আমিও গিয়েছি ঘটনার অনেক পরে,' দাবি করেন মোশারফ।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, 'মামাদের সঙ্গে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। ওই বিষয়ে আজ একটি সালিশও বসেছিল। সেখানে উত্তেজনা তৈরি হয়। তখন লামিয়ার গাড়িতে হামলার ঘটনাও ঘটে। বিষয়টি নিজেদের মধ্যেই হয়েছে।'

তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পক্ষই লিখিত বা মৌখিক অভিযোগ করেনি বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

11h ago