বাংলাদেশে ইয়ামাহা করপোরেশনের ১৩৫ বছর পূর্তি উদযাপন

ইয়ামাহা করপোরেশনের ১৩৫ বছর উপলক্ষে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: সংগৃহীত

ইয়ামাহা করপোরেশনের ১৩৫ বছর উপলক্ষে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানটি গত ১২ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইয়ামাহা বাংলাদেশ একটি কনসার্টের আয়োজন করে। ব্যান্ডদল কার্নিভাল, লেভেল ৫, ওনড, রোকা ফোবিক সংগীত পরিবেশন করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, বামবা প্রেসিডেন্ট হামিন আহমেদ, বামবা সদস্য মানাম আহমেদ, ইয়ামাহা মিউজিক স্কুলের শিক্ষার্থী এবং সংগীত পিপাসু তরুণ সংগীতপ্রেমীরা।

উল্লেখ্য, ইয়ামাহা ১৩৫ বছর ধরে মিউজিকের সেরা সব বাদ্যযন্ত্র প্রস্তুত ও সরবরাহ করে আসছে। এসিআই মোটরস ২০১৮ সাল থেকে বাংলাদেশে ইয়ামাহা মিউজিকের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে সংগীতপিপাসু মানুষদের সেবা দিচ্ছে। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ তেজগাঁওয়ে অবস্থিত সুপরিসর মিউজিক স্টোরে বিপণন, রেকর্ডিং, কনসার্ট স্পেসসহ দারুণ কিছু সেবা দিয়ে আসছে।

 

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

34m ago